ওরা কেন ভোট রেখে যায়না?
দুঃখজনক ব্যাপার এই যে, তোমার অধ্যায়গুলোতে ভোট এর চাইতে রিড এর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। কেন এটি হয়? হয় পাঠকেরা ভোট রেখে যাওয়ার প্রয়োজন অনুভব করে না,অথবা, তারা হয়তো বুঝতে পারেনা কেন তোমার অধ্যায়গুলোতে তারা ভোট রেখে যাবে।
ওয়াটপ্যাডের লক্ষ লক্ষ সক্রিয় ব্যবহারকারী রয়েছে। তার অধিকাংশ শুধুই পাঠক। তার অর্থ এই যে, তাদের প্রোফাইলে এমন কোনো গল্প নেই যেটির সংখ্যাগুলো দিনের পর দিন তাদের চোখের দিকে চেয়ে থাকে। তারা জানেনা পুরো হৃদয় দিয়ে ওই ক্ষুদ্র সংখ্যাগুলোর বৃদ্ধি কামনা করার অনুভূতিটাকে। তারা ব্যাপারটির গুরুত্ব বোঝেনা যখন অচেনা কেউ আসলেই সেই ছোট্ট তারকাটি স্পর্শ করে, যেন তারা বলছে, 'খুব ভালো! চালিয়ে যাও! আমার এটি সত্যিই ভালো লেগেছে!'
তারা বোঝেনা ওই ভোটগুলো আমাদের অর্থাৎ লেখকদের কাছে কতটা গুরুত্ব বহন করে।
বিনামূল্যে গল্প পড়ার জন্য পৃথিবীর এক নম্বর অ্যাপ ওয়াটপ্যাড। আসলে এটি হয়তো পড়া কিংবা লেখার ওয়েবসাইট হিসেবে যতটা সফল, ততোধিক সফল বিনামূল্যে মোবাইল গল্পের উৎস হিসেবে (এটি শুধুই আমার ব্যক্তিগত মতামত, কোনো দাপ্তরিক ঘোষণা নয়)। JoeslWhatshisname546, যে কিনা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে এবং তোমার গল্পটি পড়ছে, তার সাথে তোমার কোনো যোগসূত্রই নেই। তাই সে ভোট করলো কি করলো না, সেই ব্যাপারে কি তার কোনো চিন্তা থাকবে? যারা ভোট করে, তাদের মধ্যে রয়েছে অনিয়মিত ভোটার, যারা শুধু সেসব অধ্যায়েই ভোট রেখে যায়, যেগুলো তাদের কাছে খুবই ভালো লেগেছে, কিংবা যখন তারা পুরো গল্পটি পরে শেষ করে। মাঝেমধ্যে গল্পটি পরে আনন্দ পাওয়া সত্ত্বেও তারা ছোট্ট তারকাটি স্পর্শ করতে ভুলে যায় এবং দৌড়ে চলে যায় পরবর্তী অধ্যায়ে। কিন্তু কিছু কিছু, সেই অত্যন্ত প্রিয় অল্পসংখ্যক পাঠক ভোট রেখে যায় এমন প্রত্যেকটি অধ্যায়ের জন্য যেগুলো দ্বারা তুমি তাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছো।
তাই .......
পাঠকদের ভোট রেখে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে তুমি কি করতে পারো? তোমার অধ্যায়গুলোতে 'লেখকের নোট' দ্বারা তাদের কাছে তুমি তা চাইতে পারো।
আমি সাধারণত এভাবে লিখে থাকি, 'তোমার যদি অধ্যায়টি ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে ভোট করার বিষয়টি বিবেচনায় আনবে।'
এর চাইতে জোড়ালো কিছু আমি কেন বলিনা? একদম খোলাখোলি ভাবে বললে - আমি লোভী কিংবা চাহিদাপূর্ণ হিসেবে পরিচিত হতে চাইনা, অথবা এমনটাও দেখাতে চাইনা যে আমি শুধুই ওই সংখ্যাগুলো নিয়ে চিন্তিত। কারণ বাস্তবে, যদিও ভোট ভালো, ওগুলো আমার লেখার কারণ নয়। তুমি আর কি করতে পারো? যারা ভোট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাও- আর নতুন লেখক হিসেবে এই কাজটি তোমার অবশ্যই করা উচিত। তাদের খুঁজে বের করে ধন্যবাদ জানানো খুব একটা কঠিন কাজ নয় কারণ যারা যারা ভোট দিয়ে থাকে তাদের ব্যাপারে তোমাকে নোটিফিকেশন ফিডে জানানো হয়।
যদি তুমি ওয়েবসাইটে থেকে থাকো তবে স্ক্রিনে উপরের ডান দিকে থাকা তোমার ইউসারনেইমে ক্লিক করো এবং ড্রপডাউন মেনু থেকে 'নোটিফিকেশন' বেছে নাও। নিচের দিকে যখন তুমি স্ক্রল করবে তখন এমন সবাইকে দেখতে পাবে যারা ভোট করেছে। যদি তুমি তাদের প্রোফাইল পিকচারে ক্লিক করো তবে তাদের প্রোফাইলে যেতে পারবে এবং তাদের জন্য বার্তা রেখে যেতে পারবে।
যদি তুমি অ্যাপে থেকে থাকো তবে স্ক্রিনের নিচে থাকা 'বেল' আইকনটি স্পর্শ করো এবং তারপর স্ক্রিনের উপরে থাকা 'নোটিফিকেশন' বেছে নাও। আবারো প্রোফাইল পিকচার স্পর্শ করার মাধ্যমে তুমি তাদের প্রোফাইল এ যেতে পারবে। সেখানে তুমি 'কনভার্সেশন'-এ গিয়ে তাদের জন্য বার্তা রেখে যেতে পারো।
তোমার গল্পটি পড়ার জন্য পাঠকদের ধন্যবাদ জানাতে তাদের প্রোফাইলে সংক্ষিপ্ত বার্তা রেখে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি পাঠকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে অনেকটা ভূমিকা রাখতে পারে। তুমি আর তার কাছে অদৃশ্য থাকবেনা। তখন তুমি তার কাছে একজন সত্যিকার ব্যক্তি, যে কিনা তাকে জানিয়েছে সে তার সহযোগিতার জন্য কতটা কৃতজ্ঞ।
কোন জিনিসগুলো করা থেকে তুমি বিরত থাকবে? ভোট লেনদেন কিংবা নিজের অধ্যায়গুলোতে ভোট করার জন্য অতিরিক্ত একাউন্ট সৃষ্টি করা থেকে।
ভোট লেনদেন করা তখন হয় যখন তুমি কারো সাথে চুক্তিবদ্ধ হয়ে তার অধ্যায়গুলোতে ভোট করো এবং তার বদলে সে তোমার গুলোতে ভোট রেখে যায়। নিজের অধ্যায়গুলোতে ভোট করার জন্য অতিরিক্ত একাউন্ট খোলা কিংবা ভোট লেনদেন ওয়াটপ্যাডের ব্যবহারবিধির সঙ্গে সাংঘর্ষিক এবং গুরুতর অপরাধ। সতর্কবার্তা সত্ত্বেও কেউ যদি ভোট লেনদেনে জড়িত হয় তবে তার একাউন্ট বাতিল হয়ে যায়। যদি তুমি দুর্ঘটনাবশত ভোট লেনদেন করে থাকো, তবে সাবধান হয়ে যাও এবং এটি আর কখনো করোনা।
তুমি আর কি করা থেকে বিরত থাকবে? ভোটের জন্য নিজের অধ্যায়গুলোকে জিম্মি করা থেকে।
এমন কোনো নিয়ম নেই যেটি কিনা বলে তুমি এমনটা করতে পারো না কিন্তু এটি আমার কাছে অত্যন্ত বিরক্তিকর। আমার কাছে এমন একটি গল্প পড়ার চাইতে বেশি অপছন্দনীয় আর কিছুই নেই যেখানে লেখক রাগান্বিতভাবে ভোট দাবি করতে থাকে। আর তারা এই ব্যাপারে ক্রোধ সংবরণ করতে পারে কি করে? এই অধ্যায়গুলো তারা সময় নিয়ে লিখেছে এবং বিনামূল্যে এগুলোকে তারা তুলে ধরেছে। এবং পাঠকরা তা পড়ছে ! ভোট বাটনটিতে চাপ দেওয়া আর কতটাই বা কঠিন হতে পারে!! (তুমি যদি মনে করো যে এসব আমি বানিয়ে বলছি, তবে তুমি ভুল করছো। এগুলো আমার পড়া সত্যিকারি উক্তি)
এবং এই জিনিসটি এই কারণেও খুবই বাজে একটি বুদ্ধি। এটি লেখক-পাঠক সম্পর্কের মাঝে বৈরভাব ও বিদ্বেষের সূত্রপাত ঘটায়। তুমি যদি ভোট দাবী নাও করে থাকো, তবুও তুমি আশা করছো যে এটি দেয়া উচিত এবং লেখক হিসেবে তুমি তোমার পাঠকদের প্রতি ক্ষুব্ধ ও পরবর্তীতে আক্রমনাত্মক হয়ে উঠতে পারো। লেখক হয়ে পাঠকদের প্রতি আক্রমনাত্মক হওয়াটা তোমার কাছে পাগলামি মনে হতে পারে কিন্তু এমনটা হতে আমি দেখেছি।
অধ্যায়গুলোর জন্য ভোট দাবী করাটা আমি এতটাই অপছন্দ করি যে আমি প্রতিজ্ঞা করেছি, যেসব লেখক এমনটা করে তাদের কোনো লেখাই আমি কখনো পড়বো না। আমার মতে, তুমি যদি তোমার লেখা নিয়ে এতটাই উদাসীন হও যে তুমি তোমার অধ্যায়গুলোকে জিম্মি করে রাখার ইচ্ছা পোষণ করো এবং পাঠকদের নিয়ে এতটাই ভাবনাহীন হও যে তুমি তাদের সঙ্গে এমন আচরণ করো যেন তারা অশিষ্ট শিশু, তবে আমার কাছে তুমি তোমার লেখালেখি সম্পর্কে যথেষ্ট আন্তরিক নও।
যখন আমি অধ্যায়টি লিখেছি, তখন থেকে অনেকে মন্তব্য করেছে যে উক্ত আচরণটি তাদের কাছেও অত্যন্ত বিরক্তিকর বলে বোধ হয়েছে। যদিও আমি এটি জেনে খুশি হয়েছি যে আমি একা নই যার এমনটা মনে হয়েছে, আমি দুঃখবোধ করি যে এই আচরণটি এতটা ব্যাপক। আশা করছি যারা এই লেখাটি পড়ছো তারা এই ভুল করা থেকে বিরত থাকবে এবং ভালো পাঠকদের দূরে ঠেলে দেবে না।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top