তোমার নিঃশ্বাসে
ভালোবাসি ঐ ইটগুলি, পিলার-
সবুজ ভ্যানটিকে,
কারণ ভালোবাসি নীলে আচ্ছাদিত, কালো কুন্তলা প্রাণটিকে।
ভালোবাসি কোনো লুকোনো ঝিলে
গভীরতম প্রেমটিকে,
ঠোঁটের নীচের ছোট্ট তিলে...
জড়াবো আমার ধ্যানটিকে।
ভালোবাসি ঐ সবকিছু, যেথা ছুঁয়ে গেছে তার নিশ্বাসে।
ভালোবাসি তবু, পাবো তারে কভু- অর্থহীন এই বিশ্বাসে!
জাগছি রাতের শেষ প্রহরও,
জানালা বন্ধ করছি না..
তার শরীরের গন্ধ পেতে,
এক চিমটিও নড়ছি না।
হয়ত ঈর্ষে, থাকবে শীর্ষে
তার- নীল রঙা ড্রেস নই কেনো..
নীল সাগরের শুভ্র ফেনায়,
জড়িয়ে তোমায় রই যেনো..
চিরকাল।।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top