১৯শে আশ্বিন, ১৪২৫
এই দুইমাস diary খোলার সময়ই পাইনি। আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে।
সেই পুরোনো শান্ত শিমন্তীনি এখন অনেক বেশি 'মুখরা' এবং খানিকটা 'উশৃঙ্খল' ও বটে। পাড়ার লোক থেকে শুরু করে, আত্মীয়- স্বজন সবার একটাই বক্তব্য,
"মেয়ে হাতের বাইরে বেড়িয়ে যাচ্ছে"
শুনলে বেশ হাসি পায় আমার।
এটা স্বীকার করতেই হবে যে, মামনির মারা যাওয়াটা আমার জীবনকে একেবারেই বদলে দিয়েছে। ইদানিং আমি আর কিছুকেই খুব একটা পাত্তা দিইনা। বাবা মায়ের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটেছে। আমার জীবনে ওঁদের involvement আমি মোটে পছন্দ করি না।
নিজের কাজ নিয়ে বেশিরভাগ সময়ই কলকাতার বাইরে চলে যাই। কলকাতা শহরটাকেও আর ভালো লাগে না আমার।
যাই হোক, এখন আমি দিল্লিতে। একটা event এর জন্য এসেছি। থাকতে হবে এখনো ১০-১২ দিন মতো।
রাত পোহালেই মহালয়া। এবারের পুজোটা এখানেই কাটাতে হবে !
――――――――――――――――――――
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top