১০ই পৌষ, ১৪২৫

পৌষমেলা, শান্তিনিকেতন

আজ ৬ দিন হলো আমি শান্তিনিকেতন এসেছি। পড়াশোনা শেষ করার পর আর আসা হয়নি, অবশ্য আসার পরিস্থিতিই ছিল না।

যাই হোক, এখানে একটা সুন্দর খোলামেলা resort এ থাকছি। পুরোটা bungalow pattern এর। তিনটে bedroom, একটা বড়ো drawing room আর open kitchen cum ডাইনিং space।

আমি একা আসিনি! স্কুলজীবনের আরও দুই বন্ধু এসেছে। শ্রেয়া আর তিয়াশা। দুজনেই নিজেদের জীবনে স্বনির্ভর।

ওরা যদিও গতকাল ফিরে গিয়েছে। আমি যাইনি। বাড়ি থেকে বারবার ফোন আসছে বলে দিনের অর্ধেক সময় সেটা off থাকে।

যেটা বলার জন্য আজকে diaryটা খোলা। এবছর দুর্গষ্টমীতে একজনের সঙ্গে আলাপ হয়েছে।

নাম: সন্দীপ মিত্র
বয়স: ৩২
পেশায়: Mechanical Engineer

বাবা মা নেই। দিদা দাদুর কাছে মানুষ হওয়া।

এখন চাকরিসূত্রে দিল্লীতে থাকে। দাদু দিদা দুজনেই মারা গেছেন। অবিবাহিত। বিয়ের ঠিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি।

আমি শুধু ওর কথা শুনিনি, আমার গল্পও ওকে শুনিয়েছি।

তারপর আর কি !??

সম্পর্ক !

আজ দুপুরের মধ্যেই এসে পরবে এখানে।

কাল সকালে সোনাঝুড়ি যাবো ঠিক করেছি ।

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top