কোনো এক দিন
দিন, মাস, সময়ের জ্ঞান আর নেই। আজ বোধ হয় প্রায় চার মাস হয়ে গেল আমি একা।
সেদিন খুব excited ছিলাম সন্দীপকে সুখবর তা দেওয়ার জন্য। ফোনও করেছিলাম, ও তখন অফিসে।
-"hello সন্দীপ !"
-"হ্যাঁ বলো"
-"ব্যস্ত ?"
-"কেন বলো তো ? কিছু দরকার ?"
-"না না ! একটা খবর দেওয়ার ছিল !"
-"কি ?"
-"আমি pregnant !!"
একটুক্ষণ চুপ থেকে ও বললো
-"শিমন্তীনি! আমি তোমাকে একটু পরে ফোন করছি, boss ডাকছেন।"
প্রথমে একটু অবাক লাগলেও, ভেবেছিলাম হয়তো সত্যি ব্যস্ত। আবার এমনও মনে হয়েছিল, যে , এরকম খবর পেলে হয়তো মানুষের এই reaction তাই স্বাভাবিক।
সন্দীপের 'পরে' আর আসেনি।
No calls
No messages
অনেক চেষ্টা করেও ওকে trace করা গেল না। বেমালুম উধাও !!
বাড়িতে যখন জানাজানি হলো, সকলের চোখে নিজের জন্য একটা ঘৃণা লক্ষ্য করেছিলাম। তাই আর থাকিনি ওখানে।
কলকাতায় থাকা মানেই দেবরায় বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হতো। তাই নিজের ব্যাঙ্কের যাবতীয় কাগজপত্র নিয়ে চলে এসেছি।
এক বন্ধুর সাহায্যে আমি এখন Chennai এর একটা অনাথ আশ্রমে থাকি। এখানকার বাচ্ছাদের পড়াই।
গত সপ্তাহে শ্রেয়ার কাছ থেকে জানতে পেরেছি, সন্দীপ আমাকে মিথ্যে বলেছিল, সম্পূর্ণ মিথ্যে। ওর বাবা- মা সবাই আছে। Infact ও নাকি বাপের সুপুত্তুরটি হয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে খুব তাড়াতাড়ি।
৪ মাস আগে বাচ্চাটাকে হারিয়েছি। কিন্তু এই অনাথ ছেলে মেয়েগুলোর দিকে তাকালে আমার সন্তান হারানোর কষ্টটা যেন শূন্যে মিলিয়ে যায়।
.
.
.
.
.
.
.
.
আমার বাবা মা খুব সখ করে নিজেদের একমাত্র মেয়ের নাম রেখেছিল শিমন্তীনি, অর্থাৎ যে নারীর সিঁথি ভরা সিঁদূর।
Irony of Fate !
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top