দৃষ্টিগোচর হতে কতটা সময় লাগে?


তুমি তোমার অসাধারণ গল্পটি কিংবা এর প্রথম কিছু অধ্যায় অন্তত লিখেছো, পাবলিশ বাটনটি স্পর্শ করেছো এবং কিছু মানুষ এটা পড়েছে! তোমার খুবই ভালো লাগছে! যেন তুমি পৃথিবীর চূড়ায়! 

তুমি আরও লেখো এবং অধ্যায়গুলো প্রকাশ করো, কিন্তু কিছু একটা সমস্যা দেখা দেয়। তুমি খুব একটা পাঠক পাচ্ছনা এবং যারা পড়ছে তারা ভোট কিংবা মন্তব্য করছে না। তুমি হটলিস্ট গল্পগুলোর দিকে তাকাও, তারা খুব বাজে লেখা সত্ত্বেও লক্ষাধিক পাঠক পাচ্ছে অথচ তোমার গল্পটি কারও চোখে পড়ছে না।

সময় গড়িয়ে যাচ্ছে অথচ কিছুই হচ্ছে না। তোমার ভুলটা কোথায়?

কোথাও নয়। 

বিষয়টি হচ্ছে, পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে সময় লাগে। অনেক সময়। ওই সংখ্যাগুলো ধীরেসুস্থে উপরে যেতে পারে কিংবা অনিয়মিত হতে পারে, কিন্তু এটির জন্য কিছু সময়ের প্রয়োজন, হয়তো বছরেরও। তোমাকে ধৈর্য রাখতে হবে। এর কোনো সংক্ষিপ্ত পথ নেই। এর পেছনে তোমাকে অনেক শ্রম প্রদান করতে হবে। যখন তুমি এতটা কষ্ট করছো, তখন মনে হতে পারে যে সবই বৃথা। 

তিন মাস পর আমি 'স্টোলেন হার্টস' -এর পুরো ৩২টি অধ্যায়ই প্রকাশ করি এবং ১৪,০০০ রিড ও ২৫০ ফলোয়ারস এ পৌঁছাই। কিছু কিছু লেখকদের সঙ্গে তুলনা করলে এটি অনেক, অন্যদের কাছে খুব একটা বেশি নয়, কিন্তু এটি নিয়ে আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। গল্পটি কখনোই হটলিস্টে ছিলোনা, সেই সময়ে প্রচারেরও কোনো পথ ছিলোনা, কিন্তু আমার প্রচেষ্টার ফলে পাঠকরা এটি খুঁজে পাচ্ছিলো- যেসব পাঠক অত্যন্ত উৎসাহী ছিল, তাদের যখন আমি গল্পটিকে ২০১২ ওয়াটিস এর স্পেশাল ওয়ার্ডের জন্য নোমিনেট করতে একটি ফর্ম পূরণ করার অনুরোধ জানাই, তারা তা করতে আগ্রহী হয়েছিল। 

ওয়াটিসের ফাইনালিস্ট হিসেবে এটি নির্বাচিত হওয়াটা আমার জন্য খুবই লাভজনক ছিল। এটির কারণে আরও অনেক পাঠক আমার লেখাটি খুব দ্রুত খুঁজে পাচ্ছিলো। কিন্তু এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিলোনা যে ওয়াটিসে পৌঁছাতে না পারলেও পাঠকেরা আমাকে এবং আমার কাজগুলোকে ঠিকই খুঁজে পেত। কেন? আমার শুধু বিশ্বাস ছিল যে এমনটা হবে। 

যত ভালো বা খারাপই করি না কেন, আমি কঠোর পরিশ্রম করতে থাকি কারণ আমি এই বিশ্বাস কখনো ছেড়ে দেইনি যে পাঠকরা আমার গল্পগুলো খুঁজে পাবে। এটিই শুধুমাত্র আমার কাছে গুরুত্ব বহন করতো, লক্ষাধিক রিড কিংবা ওয়াটপ্যাড তারকা হওয়ার দ্রুত পথ নয়। আসলে, 'স্টোলেন হার্টস' ওয়াটিস জিতবে কি জিতবে না সে ব্যাপারে আমার কোনো চিন্তা ছিল না। ওয়াটিসের চূড়ান্ত পর্বে পৌঁছাতে পেরেই নিজেকে বিজয়ী বলে অনুভব হচ্ছিলো। কারণ আমি জানতাম যে এটির ফলে আরও পাঠক আমার গল্পটি খুঁজে পাচ্ছে। 

যতটা সফলতা আমি আজ অবধি অর্জন করতে পেরেছি তার জন্য আমি খুবই খুশি কিন্তু সবসময়ই আমি আমার সফলতা নিয়ে আনন্দিত ছিলাম, সেটি যে ধরণের প্রাপ্তিই হোক না কেন। যেদিন আমি ১০০ রিড পাই সেদিন ততটাই খুশি ছিলাম যতটা ছিলাম ১০০০ রিড কিংবা ১,০০০,০০০ রিড পাওয়ার দিন। 

ওয়াটপ্যাড থেকে আমি যা কিছু পেয়েছি তার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি কৃতজ্ঞ যে এতো বেশি সংখ্যক মানুষ আমার গল্পগুলোকে ভালোবাসে এবং মনে করে আমি একজন ভালো লেখক। কিন্তু আমার লেখা যদি ভালো নাও করতো, তবুও আমি সেই কিছু সংখ্যক পাঠকের কাছে কৃতজ্ঞ থাকতাম যারা এটিকে খুঁজে পেয়েছিলো।

এবং আমি মনে করি এটিই চাবিকাঠি। 

কতটা ধীরগতিতে সবকিছু চলছে সে ব্যাপারে মন খারাপ করে সময় নষ্ট না করে তোমার উচিত তোমার লক্ষ্যের প্রতি মনোযোগ দেয়া। কঠোর পরিশ্রম করতে তোমাকে আগ্রহী হতে হবে, বিশেষ করে তোমার লেখার ওপর তোমাকে ধৈর্য রাখতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে। এবং যা কিছু তোমার প্রাপ্তি তা নিয়ে তোমাকে খুশি থাকতে হবে, তা যত ক্ষুদ্র কিংবা বৃহৎই হোক না কেন। 

এমন অনেক লেখক আছে যারা বছরের পর বছর পরিশ্রম করে গেছে কিন্তু কখনো সুপারস্টার হিসেবে স্বীকৃতি পায়নি এবং পরবর্তীতেও এমন অনেকে থাকবে। আমি ধারণা করি যে আমার মনোভাবটি এমন, যা কিছু আমার নেই তার জন্য ব্যথিত ও ক্ষুব্ধ অথবা যা কিছু আমার আছে তা নিয়ে আনন্দিত হয়ে আমি প্রক্রিয়াটি দ্বারা চলতে এবং এভাবেই এগিয়ে যেতে পারি। 

এটি কি সফলতার নিশ্চয়তা দেয়? 

আমি সত্যিই জানিনা কিন্তু আমার মনে হয় এটি তোমাকে লড়াই করার সুযোগ দেয়।  



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top