আমার গল্পটিকে যেন সবাই খেয়াল করে তার জন্য আমি কি করতে পারি?


তোমার গল্পটি খুঁজে পেতে পাঠকদের সাহায্য করতে তুমি কি করতে পারো? আমি এসব জিনিস করেছি এবং আমি জানি যে এগুলো তোমার জন্যও কাজ করবে। 

এক নম্বর: তোমার সবচেয়ে সেরা লেখাটি লেখো ও প্রকাশ করো! 

আমি এটি আগেও বলেছি কিন্তু এটা তোমার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা তোমাকে করতে হবে। তোমার সাধ্যমত সেরাটি লেখো এবং উন্নতি করার চেষ্টা থেকে কখনও বিরত থেকো না। তোমার গল্পটি যত ইচ্ছা তুমি ছড়িয়ে দিতে পারো, কিন্তু এটি যদি তোমার যোগ্যতা অনুসারে সেরা না হয় তবে তাতে কোনো লাভ হবে না। 

যদি মনে হয় যে তোমার বাড়তি সহযোগিতা দরকার, এমন ওয়াটপ্যাডেররা রয়েছে যারা এডিটর, এমনকি সমালোচক হিসেবেও সেবা প্রদান করে থাকে। 

ওয়াটপ্যাডে এমন অনেক বই রয়েছে যেগুলো লেখার প্রাথমিক বিষয়গুলো, যেমন- ব্যাকরণ, বাক্য গঠন, এডিটিং, কল্পকাহিনী কি করে লিখতে হয় এসবকে ঘিরে লেখা, ডিসকভার শাখায় গিয়ে তোমার প্রয়োজনমতো সাহায্য তুমি খুঁজে বের করতে পারো। ট্যাগ খুঁজতে হলে যেকোনো শব্দের পূর্বে '#' ব্যবহার করতে পারো। যোগ করা প্রত্যেকটি ট্যাগ তোমার সামনে তুলে ধরা বিকল্পগুলো কমিয়ে আনতে থাকবে। 'Read These for Wattpad Success' নামক আমার একটি রিডিং লিস্ট রয়েছে যেখানে এমন কিছু বই আছে।

যখন তোমার লেখার দক্ষতা বাড়বে, তুমি খেয়াল করে দেখতে পারো যে তোমার বিগত অধ্যায়গুলো খুব একটা ভালো দেখাচ্ছে না। তুমি দেখতে পাবে কোথায় আরো ভালো শব্দ ব্যবহার করা যেত, খেয়াল করবে কোথায় ব্যাকরণ ও বানানগত ত্রুটি রয়েছে, হয়তো বা কিছুর ঘাটতি রয়েছে। পেছনে ফিরে গিয়ে সেসব অধ্যায় এডিট করতে সংকোচ করোনা। আমি আমার অধ্যায়গুলো অনেকবার রিভিউ ও এডিট করেছি। মনে রাখবে, যখন কেউ তোমার গল্পটি খুঁজে পায়, তুমি চাও এটি যেন শ্রেষ্ঠ অবস্থায় থাকে। 

দুই- প্রচারণা চালাও! 

তোমার গল্পটি প্রচার করার একটি উপায় তোমার গল্পে কিংবা অধ্যায়গুলোতে থাকা শেয়ার বাটনগুলো। এগুলো তোমার লেখাটিকে টুইটার, ফেইসবুক, ই-মেইল ইত্যাদি দ্বারা ছড়িয়ে দিতে সাহায্য করে। তোমার গল্পটির প্রচারণা চালাতে সহযোগিতা করার এসব সুযোগ রয়েছে এবং তোমার অবশ্যই উচিত এগুলো ব্যবহার করা। 

তোমার অধ্যায়টি যখন তুমি অ্যাপ দ্বারা খুলে দেখো, একটি উক্তিকে হাইলাইট করে 'পিকচার কোট' সৃষ্টি করতে পারো ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট কিংবা ফেইসবুকে প্রকাশ করার লক্ষ্যে। কিছু হ্যাশট্যাগ এর সঙ্গে যুক্ত থাকবে যেমন #wattpad এবং গল্পের ধরণ কিন্তু তুমি আরো কিছু যোগ করতে পারো যেমন #free #ebook কিংবা যা কিছু তোমার মনে আসে। উদ্দেশ্যটি হচ্ছে যত সম্ভব মানুষের কাছে কথাটি পৌঁছে দেয়া।

তিন- তোমার গল্পে ট্যাগ যোগ করো। 

ওয়াটপ্যাডের বেশিরভাগ ব্যবহারকারী শুধুমাত্র অ্যাপ ব্যবহার করে এবং কখনোই ওয়েবসাইটটিতে যায় না। কি করে তারা পড়ার জন্য গল্প খুঁজে পায়? কিছুর পরামর্শ ওয়াটপ্যাড তাদের দেয়, 'রেকমেন্ডেড স্টোরিজ' দ্বারা। কিছু কিছু ফিচার্ড স্টোরিজ কিংবা হটলিস্টের গল্প এবং বাকিগুলো তারা ডিসকভার শাখা থেকে খুঁজে বের করে। 

যখন তারা খোঁজ করে থাকে, তারা কী ওয়ার্ড কিংবা ট্যাগ প্রবেশ করায়। 

যেহেতু গল্পগুলো এখন শুধুমাত্র একটি জনরার হয়ে থাকে, ট্যাগ বর্তমানে পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্যাগগুলো অবশ্যই তোমার সাব-জনরা ও কী ওয়ার্ড হতে হবে যেগুলো পাঠকদের জানিয়ে দেয় কি ধরণের গল্প তুমি লিখেছো। ওয়েবসাইটে একটি গল্প এডিট করার সময় তুমি ট্যাগ যোগ করতে পারো 'রাইট' শাখা দ্বারা। অ্যাপে থাকলে গল্পটি এডিট করার জন্য স্ক্রিনের নিচে থাকা পেন্সিল আইকনটি স্পর্শ করো। তারপর ট্যাগ শাখাটি বেঁছে নাও সেগুলো যোগ কিংবা পরিবর্তন করতে। ট্যাগগুলোকে ভালো শনাক্তকারী হতে হবে, তবে এতটাও অস্বাভাবিক যেন না হয় যে তুমি একাই সেগুলো ব্যবহার করো। 

ওয়েবসাইটে ডিসকভার শাখা দ্বারা চলমান ট্যাগগুলো দেখে নিতে পারো। যদি কোনটি তোমার গল্পের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে অবশ্যই সেটি যোগ করে নাও। যখন আমি প্রথম ওয়াটপ্যাডে আসি, আমার গল্পের সঙ্গে মিলে যাওয়া ট্যাগের বেশ কিছু গল্প আমি খুঁজে নিয়েছি ও পড়েছি। তুমি কখনোই জানো না কে তোমার গল্প পড়ছে বা কেন!

চার- বর্তমান ও সম্ভাবনাময় পাঠকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করো। 

যেসব পাঠক তোমার গল্পে ভোট কিংবা মন্তব্য করে, তাদের সঙ্গে সংযোগ স্থাপনের কিছু উপায় আমি ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু এমন আরো ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো, তারা পাঠক হোক আর না হোক। 

যেসব ব্যক্তি তোমার গল্প তাদের রিডিং লিস্টে যোগ করে। 

যখনই কোনো ব্যক্তি তোমার গল্প তার রিডিং লিস্টে যোগ করে নেয়, এটি তোমার নোটিফিকেশনসে প্রদর্শিত হয়। তোমার সর্বদাই সুযোগটি কাজে লাগিয়ে তাদের ধন্যবাদ জানানো এবং তাদের যেন গল্পটি ভালো লাগে, সে আশা ব্যক্ত করা উচিত। বার্তাটি যতটা সম্ভব ব্যাক্তিগতভাবপূর্ণ রাখবে, যেন তারা বুঝতে পারে যে এই ব্যাপারে তুমি সত্যিই যত্নশীল। এটি তাদেরকে তোমার গল্পটি একবার খুলে দেখার ও সঙ্গে সঙ্গে পড়ার সিদ্ধান্তে উপনীত করতে পারে। 

তারা যেই রিডিং লিস্টে তোমার গল্পটি যোগ করেছে, তার শিরোনামটি দেখবে। যদি এটির নাম 'Books I Love' হয়, তারা তোমাকে এটি জানিয়ে দিয়েছে যে তারা তোমার গল্পের নীরব পাঠক ছিল। পড়ার জন্য তাদের অবশ্যই ধন্যবাদ জানাবে। 

যারা তোমাকে ফলো করে।  

মাঝে মধ্যে বিষয়টি খুবই পরিষ্কার থাকে কেন একটি ব্যক্তি তোমাকে ফলো করেছে। সে তোমার গল্পে ভোট ও মন্তব্য করে, তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে কিংবা হয়তো হঠাৎই তোমাকে সে ফলো করেছে। সে যে কেউই হতে পারে, অথবা তোমার একজন নীরব পাঠকও হতে পারে। যাই হোক না কেন, তুমি অবশ্যই তাদের ধন্যবাদ জানাবে। এটি করার সময় তোমার গল্পটির নাম নিশ্চই উল্লেখ করবে। যদি এমনিতেই কেউ তোমাকে ফলো করে থাকে, তবে শিরোনাম দ্বারা আকৃষ্ট হয়ে সে একবার গল্পটি খুলে দেখতে পারে। 

কৃতজ্ঞতা স্বরূপ তোমারও কি তাদের ফলো করা উচিত?

স্বাভাবিকভাবেই ফলো ব্যাক করা কিংবা কেউ যদি তা চেয়ে থাকে সেক্ষেত্রে এমনটি করা উচিত কি না এই ব্যাপারে আমি প্রায়ই জিজ্ঞাসিত হই। আমার উত্তর সর্বদাই এটি- এমন লেখকদেরই শুধু ফলো করবে যাদেরকে তোমার ভালো লাগে কিংবা যারা তোমার বন্ধু। এর দু'টি কারণ উল্লেখ করছি। 

১/ যদি তুমি অজানা অনেককে একত্রে ফলো করো, তোমার নিউজ ফিড এতটাই ঝঞ্ঝাটপূর্ণ হয়ে উঠবে যে তোমার কাছে যারা সত্যিই গুরুত্বপূর্ণ, তারা কি বলছে বা পড়ছে সেগুলোই তুমি দেখতে পাবে না এবং এটি একটি বড় লোকসান। 

২/ যেমনটা আমি আগের অধ্যায়ে বলেছি, এমন ব্যক্তিরা রয়েছে যারা প্রতারণা করার উদ্দেশ্যে ফলো এবং পরবর্তীতে আনফলো করে। যদি তুমি শুধুই সেসব অসাধারণ ব্যক্তিদের ফলো করো যাদের সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে, তুমি কখনোই এরকম ফাঁদে পড়বে না এবং তোমার নিউজ ফিডও থাকবে চমৎকার!

কোন একটি কাজ তুমি কখনোই করবে না? 

যে কাউকে ধরে অবাঞ্চিত বার্তা দেয়া, তোমার গল্পটি পড়তে অনুনয় করা। 

এটি কারো মেসেজ বোর্ডে করা হোক আর ব্যক্তিগত বার্তা দ্বারাই করা হোক, তা মরিয়া হিসেবে দেখা হয় এবং বেশিরভাগ ব্যক্তিই এটি পছন্দ করে না। তুমি কি এমন কারো মধ্যে স্থায়ীভাবে বিরক্তির উদ্রেক ঘটাতে চাও যে কিনা নিজ থেকেই তোমার গল্পটি আবিষ্কার করে পড়ার সিদ্ধান্ত নিতে পারতো? যদি যথেষ্ট লোক তোমার এই আচরণ নিয়ে অভিযোগ করে তবে কোনো অ্যাম্বাসেডর কিংবা ওয়াটপ্যাড কর্মকর্তা হতে তুমি সতর্কবার্তা পেতে পারো যে কিনা তোমাকে থামতে বলবে। 

যদি কেউ নিজের প্রোফাইলে লিখে থাকে যে তারা কোনো গল্পের প্রস্তাবকে স্বাগত জানায় কিংবা পড়ার অনুরোধ গ্রহণ করতে তারা আগ্রহী, সেক্ষেত্রে এটি ঠিক আছে, কিন্তু সৌজন্য বজায় রেখে প্রথমে তা বিচার করে দেখবে।

যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনোই কোনো গল্পের মন্তব্যে তোমার গল্প পড়ার অনুরোধ কিংবা লিংক রেখে যাবে না। এ ধরণের অযাচিত বার্তা ওয়াটপ্যাডের ব্যবহারবিধি অনুসারে অনুমোদিত নয়। 

ওয়াটপ্যাডে এই পর্যন্ত আমি কখনো হঠাৎ কারো কাছে গিয়ে আমার গল্প পড়ার অনুরোধ জানাইনি। আমার কখনো মনে হয়নি যে আমার এটির প্রয়োজন রয়েছে। এবং যদিও আমার প্রোফাইলে স্পষ্টভাবে বলা আছে যে আমি পড়ার অনুরোধ গ্রহণ করতে আগ্রহী নই, তবুও আমি অবাঞ্ছিত বার্তা পেয়ে থাকি। বিশ্বাস করো, এটি সত্যিই কোনো ভালো বুদ্ধি নয়। 

এসব পথ অবলম্বন না করেও ফিডব্যাক পাওয়ার যথেষ্ট ভালো উপায় রয়েছে যদিও তোমার খুব বেশি পাঠক না থাকে। এমন অনেক ব্যক্তি আছে যারা তোমাকে সমালোচনা দিতে ইচ্ছুক (সাধারণত তোমার পক্ষ থেকে সমালোচনার পরিবর্তে) এবং এমন অনেকে রয়েছে যারা লেখার সঙ্গী খুঁজে থাকে (এমন দু'জন ব্যক্তি যারা পরস্পরকে লেখার ব্যাপারে সাহায্য করে থাকে )

পাঁচ- একটি বই ক্লাবে যোগ দাও!

হ্যাঁ, ওয়াটপ্যাডে বই ক্লাব রয়েছে। আমি এমন কয়েকটি ক্লাবে ছিলাম এবং বেশ ভাল কিছু ফিডব্যাক আমি পেয়েছি। কিছু সদস্য আমার পাঠকেও পরিণত হয়েছিল। আমি এমন কিছু অসাধারণ বইয়ের সন্ধান পেয়েছিলাম যেগুলো আমি কখনোই অন্য উপায়ে খুঁজে পেতাম না। এবং এই পথে চলতে গিয়ে আমি বন্ধুও পেয়েছি। এটি সত্যিই একটি ভাল বুদ্ধি!

এখন একটা ক্লাব খুঁজে পাওয়া  যতটা সহজ ততটা পূর্বে আর কখনোই ছিল না। সার্চ ইঞ্জিন দ্বারা তুমি এটি খুঁজে দেখতে পারো যেহেতু বেশিরভাগ ক্লাব ব্যাবহারকারিদের প্রোফাইলে গল্প দ্বারা চালিত হয়।

কিন্তু! এই পদক্ষেপ নেওয়ার আগে বাস্তবতা বিবেচনা করে দেখবে যে তুমি কতটা সামাল দিতে পারবে। অনেকগুলো বই ক্লাবে যোগ দেওয়ার পর এটি উপলব্ধি করোনা যে প্রতিশ্রুতি রাখার মত যথেষ্ট সময় তোমার নেই। এবং অবশ্যই তোমার গল্পটি পঠিত হবার সঙ্গে সঙ্গে পিছিয়ে যেওনা। এটির ফলে শুধুমাত্র অন্যদের রাগান্বিত করে সকল মন্তব্য হারানোর ভয়ই থাকে না বরং তুমি খুবই খারাপ একটি ছাপ রেখে যাবে। মানুষ এটি ভুলে যাবে না।

যদি তুমি দেখো যে অভাবিত কোন কারণে তোমার দেওয়া প্রতিশ্রুতি সাধ্যের বাইরে চলে গিয়েছে, তবে পরিণত আচরণ কর এবং সবাইকে সঙ্গে সঙ্গে তা জানিয়ে দাও। অধিক সম্ভাবনা থাকে যে তারা অত্যন্ত ক্ষমাশীল হয়ে থাকবে। যদি তোমার হাতে সীমিত সময় থাকে, তবে আমি পরামর্শ দেব এর বদলে সমালোচনার জন্য কাউকে খোঁজা যেহেতু এই ক্ষেত্রে প্রতিশ্রুতি শুধুমাত্র একটি অধ্যায়কে ঘিরে থেকে থাকে।

ছয়- কমিউনিটির একজন সক্রিয় সদস্য হও।

অন্যদের গল্প পড়, ভোট ও মন্তব্য করো। তুমি যদি এমন কাউকে দেখো যার সাহায্যের প্রয়োজন, তাকে সহযোগিতা করো। অন্যান্য লেখকদের সঙ্গে বন্ধুত্ব করো, বিশেষ করে যারা তোমার ধরণের গল্প লেখে এবং যাদের একই রকম রিড সংখ্যা রয়েছে। ফিডব্যাক ও উৎসাহ পেতে তারা তোমার মতই উদগ্রীব এবং প্রায় সময় তারা তোমার সেরা ও সবচেয়ে অনুরাগী পাঠকে পরিণত হবে। কঠিন সময়ে তোমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে পারবে এবং লক্ষ্য ও প্রাপ্তিগুলো একত্রে উদযাপন করতে পারবে।

লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণের চেষ্টা করো। প্রতিযোগিতা সর্বদাই চলতে থাকে, কিছু কিছু ওয়াটপ্যাড দ্বারা চালিত বা প্রযোজিত এবং কিছু কিছু ব্যাবহারকারিদের দ্বারা চালিত। এটি শুধুমাত্র এই কারণেই ভাল বুদ্ধি নয় যে এর ফলে তোমার লেখার দক্ষতা বৃদ্ধি পায়, বরং এটি তোমাকে কমিউনিটিতে প্রকাশ করে। অনেক প্রতিযোগী একে অপরের লেখা পড়ে এবং উৎসাহ প্রদান করে থাকে। তুমি কিছু বন্ধুও তৈরি করতে পারো! তুমি ডিসকভার শাখায় গিয়ে 'Contest' কিংবা 'Contests' শিরোনামের বই খুঁজে দেখতে পারো যেহেতু এগুলো সাধারণত গল্প দ্বারা চালিত হয়।

তাহলে... এ-ই। আমার সকল পরামর্শ ও উপদেশ আমি প্রদান করলাম। এটিই সেই 'কঠোর পরিশ্রম' যেটির কথা আমি আগের অধ্যায়ে বলেছিলাম, যদি এটি অনেক বড় প্রতিশ্রুতির মত শোনায়, এটি আসলেই তা। কিন্তু তুমি যদি সত্যিই তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তোমাকে এর পেছনে সময় ও শ্রম দিতে হবে কারণ এটি জাদুকরী ভাবে আপনা আপনি সম্পাদন হবে না।

আমি আগেই বলেছি,আমি ওয়াটপ্যাডে বিখ্যাত হওয়ার জন্য আমার যাত্রা শুরু করিনি, আমার শুধু একটি গল্প ছিল যেটিকে আমি যত বেশি সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দিতে চেয়েছিলাম- এবং আমার পরিশ্রমের বদৌলতে এমনটি হয়েছিল। যেসব বন্ধুরা আমার মত কিংবা আমার চাইতে বেশি সাফল্য অর্জন করেছে তারা হুবহু এসব কাজই করেছিল। তারা তাদের লেখার প্রতি মনোনিবেশ এবং যে করে সম্ভব পাঠকরা যাতে তাদের গল্পটি খুঁজে পায় সে ব্যবস্থা করেছিল। 

এবং তোমার জন্য হয়ত আমার কাছে এটিই সবচেয়ে বড় বার্তা।

তুমি যদি বিখ্যাত হওয়ার চেষ্টায় থাকো, তবে এমনটি হবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই এবং আমি অবশ্যই এক্ষেত্রে কোন সহযোগিতা প্রদান করতে পারব না। কিন্তু তোমার যদি ছড়িয়ে দেওয়ার মত একটি গল্প, বাস্তব সম্মত লক্ষ্য ও সময় নিয়ে কঠোর পরিশ্রম করার অভিপ্রায় থাকে, তবে আমার মনে হয় এ পথ ধরে তোমার জন্য যা কিছু আসবে তা নিয়ে তুমি অত্যন্ত খুশি থাকবে।

আমি আশা করছি এই গাইডটি তোমাকে সাহায্য করেছে। যদি তোমার কোন প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা করতে সংকোচ করবে না।

যাওয়ার আগে শেষ একটি কথা। আমার প্রোফাইলে 'Read These For Wattpad Success!' নামক একটি রিডিং লিস্ট রয়েছে। সেখানে তুমি এমন অনেক গাইড পাবে যেগুলো ওয়াটপ্যাড ও কি করে লেখার দক্ষতা বৃদ্ধি করা যায় সে সম্পর্কিত অসাধারণ পরামর্শ ও উপদেশ দ্বারা পূর্ণ। তাছাড়া, ওয়াটপ্যাড একটি লেখক পোর্টাল তৈরি করেছে যেখানে অনেক তথ্য ও লিংক রয়েছে। তুমি এটি পেতে পারো এখানে- https:/www.wattpad.com/writers/

তোমাদের সকলের জন্য শুভ কামনা রইল! 





Bạn đang đọc truyện trên: AzTruyen.Top