মানব শিকারী

একদা কাটিয়া গেলো ঘোর,
কখন পালিয়েছে  সে প্রহর...
অস্তিত্বের সংকটে দিশা,

কোটরে অক্ষি,  নেই প্রাণ-
ভেতরে স্বপ্নের অবসান..
আজ শুধুই আঁধারের নিশা!

হয়ত কোনো এক ভোরে..
বলবে একটু দুঃখ করে,
কত না স্মৃতি আছে মেশা...

ভাসিয়ে বেদনার তরী,
যদি না সাগরে ডুবে মরি...
থামবে কি শিকারের নেশা!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top