তোমায় নিয়ে ভাবনা
_\___\____\___\__
তোমায় যখন ভাবি
আমার এক যুগেরও বেশি সময়-আগলে রাখা হৃদয়-
যেদিন তোমার হাতে দেবো, তুমি মুচড়ে ভেঙে দিও।
আমার মন খারাপের রাতে, সাথে ছিন্ন তারের গিটার,
তবু গানটি দিলে লিখে, তুমি ত্বরিত মুছে দিও।
আমার হাস্যরসে ভরা কিছু- অর্থ ছাড়া ছন্দে-
তোমার ব্রতে ঘটায় বিঘ্ন, কানে- তুলো দিয়ে নিও।
আমি হাসছি বসে ভেবে,তুমি কোনটি সাথে নেবে!
ভাসছো দুটো ভেলায় হয়ত- একটি যাবে ডুবে!
আমার উপন্যাসের পাতায় কিছু- আবেগ ঘন দৃশ্যে,
যদি আমায় মনে পড়ে, বইয়ের পাতাই ছিঁড়ে দিও।
কভু তোমার দিঘীর পাড়ে- ফুঁটলে আমার পদ্ম,
তুমি কচুরিপানা ভেবে- পুরো উপড়ে ফেলে দিও।
ছোট্ট কোনো ঝড়ে- যবে নৌকো নড় বড়ে,
কেনো স্বপ্ন দেখি বড়- সেই বিশ্ব সরোবরে?
কারো তপ্ত কটু খোঁচায়, যবে নৌকো তলা ফুটো,
তবে একলা চলাই শ্রেয়, যদি পথ হয়ে যায় দুটো।
আজি থেকে হয়ত বছর বিশেক পর..
আমি নীল পাহাড়ের দেশে,মিশে মেঘলা হাওয়ায় ভাসবো-
তুমি একলা হয়ে গেলে, আবার বৃষ্টি হয়ে আসবো!
যখন পড়বে মনে তোমায়,আমি কাব্য লিখতে বসবো,
যখন আঁধার ঘেরা তুমি, আমি উল্কা হয়ে খসবো।
ধূসর কোনো গিড়ি বেয়ে, ভস্ম হয়ে নাববো,
আপন তাপে ক্ষয়ে ক্ষয়ে, তোমার কথা ভাববো।
তোমায় নিয়ে ভাবতে ভাবতে, গোধূলী লগন এলে,
তোমায় নিয়ে কাব্য আমার, ভাসিয়ে দেবো জলে!
শাওন এরিক
_______________
০৩|০৪|২০২০ ইং
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top