গান গাই আজো শুদ্ধতার

যত শুদ্ধতার আলো জাগিয়ে রেখেছে
হৃদয়ের মত্ততা,
তত রুদ্ধ দ্বার পথ সূচনা করেছে নতুন এক প্রত্যাশার।

যত অবাঞ্চিত স্বপ্ন আজো আছে টিকে-
সয়ে কত তিক্ততা,
সঞ্চিত খর্বাকার যত অভিমান ধুয়ে মুছে গেছে শত রিক্ততা,

বৃথা আস্ফালনে ছেয়ে গেছে মন,
চিহ্ন ফেলে গেছে সে তো ক্রুদ্ধতার,
খড়া, হাহাকারে উজার বৃন্দাবন,
আমি গান গাই আজো শুধু শুদ্ধতার।

১০|১২|২০১৯

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top