৭) যখন বৃষ্টি আসে




যখন বৃষ্টি আসে



নোনা ধরা জীবনে

                   পলেস্তরা খসে যায়,

দমবন্ধ ধোঁয়ায়

                   পৃথিবীটা অভিশপ্ত-


মাঝে মাঝে নিজেকে

                       মানুষ বলেও ঘেন্না হয়,

তরবারির আঘাতে

                          দিনগুলো রক্তাক্ত।



চারপাশে সবাই

                কত আবরণে মোড়া,

রং মেখে মেখে সঙ সেজে সব ঘোরে;


সেই আবরণ ছিঁড়তে দু হাত ব্যথা-

তবু ছুঁতে পারিনি

                               কারোর অন্তরে।



এর মাঝে মাঝে

                          যখন বৃষ্টি আসে,

ছুটে ছুটে যাই সেদিন ভিজব বলে-


আসিড বৃষ্টি,

                    তাতেও ক্ষতি নেই-

মনের ক্ষার তো

                              ধুয়ে যাবে ওই জলে !




যদিও এই জীবন নোনাধরা,

তাও পলেস্তরা

                    ভেঙ্গেই ছুটি আমি-

 আমার ঠোঁটে শুধুই বৃষ্টি পড়ে,

এভাবেই আজ  স্বর্গ ছুঁয়েছি আমি-



                          -truant_Delilah_xx



_____________________________________________________♦♦♦♦♦♦♦______________________________________________________

অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা পড়ছ আর মতামত জানাচ্ছ :)

আবারও তোমার মতামতের অপেক্ষায় রইলাম।

_____________________________♦♦♦♦___________________________________________♦♦♦♦____________________________________


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top