২) তুমি আমার শহরে থাকো না...
তুমি আমার শহরে থাকো না...
আজকের আকাশের মেঘ গুলো এমন যেন,
সাদা রং এ ভেজানো তুলিটা নীল খাতায় গড়িয়েছে-
শিল্পীর অজান্তে-
আর আমার মনটা এরম যেন,
খুব ভুল করে তোমার মুঠো থেকে পড়ে হারিয়েছে-
কোন সবুজ ঘাসের প্রান্তে-
আমি মেঘ জ্বলা বিকেলে,
শহরের ট্রাম লাইন ধরে হেঁটে যাই-
তুমি কোন শহরে আনমনে পথ চলছ?
আমি নীল গোলা আকাশে,
মেঘ দেখে দেখে থমকে যাই-
তোমার অপলক দৃষ্টিতে,
একবারও কি আমায় খুঁজছ ?
কত বক আর ডাক,
আজও সার সার বেঁধে বাড়ী ফেরে-
তোমার নীড় তো চেয়েছি আমি অজান্তে-
আমি ভুলে যাই রোজ,
তুমি আমার শহরে থাকোনা-
তাই ভুল হয়ে গেছে গোধূলিরও আজ-
মেঘের তুলিটা টানতে ।
~truant_Delilah_xx
**********_______________________________________**********************************************
ভালো লাগলে vote আর comment করো :)
ধন্যবাদ :)
______________________________________________________________________________________________________________
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top