১) তুমি চলে গেছ...
মেঘ গুঁড়িয়ে গুঁড়িয়ে,
হেটে গেছ তুমি-
পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে ,
ওই ছায়াপথ ধরে-
অন্য কোন ছায়াপথের উদ্দেশ্যে-
মনে পড়েনি তোমার ,
তোমার জন্য কারো,
মনখারাপও হতে পারে-
মনে পড়েনি তোমার ,
তোমার জন্যে কেউ,
রাত জেগে অস্থির-
পিষে পিষে গেছ তুমি ,
আজকের রাতের লাল আকাশ-
চাঁদটাকে কোথাও দেখছিনা –
অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর ,
যেন কত যুগ পেরিয়ে গেল -
তুমি কি এখন অন্য ছায়াপথে ?
আমি জেগে থাকি রাতের পর রাত-
আর মেঘ সরলে চাঁদ দেখি –
চাঁদের চরকা কাটা বুড়ির মতো
আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি –
যেন তুমি আমার একুশ নিয়ে চলে গেছ,
তোমার হাতের মুঠো করে-
-truant-Delilah_xx
********************************************************************************************************************
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top