বৃষ্টি দিনে
যাওয়ার দিনে বৃষ্টি হবে।
ঠিক-ভুলের হিসেব নিকেষ
ক্ষান্ত হবে ঝড়ো হাওয়ায়।
কয়েক ছিটে কনা এসে
শান্ত করে ঘুম নামাবে।
যাওয়ার আগে ওই চোখেতে
দয়া না হয় প্রেম থাকবে।
দু'একটা গন্ধরাজের ঘুষ দিয়ে
বলবে তখন, "এবার আসি?"
তারপর মুখ ফেরাবে নিরুদ্দেশে।
হেরে যাওয়া হাসির দিকে
এক ঝলকও দেখা নিষেধ।
ওসব মায়ায় বিশ্রামটাও ভীষণ বাজে।
ঘুমের আগে জিরিয়ে নেওয়া
যায় কি আদৌ?
যাওয়ার দিনে বৃষ্টি হবেই।
উপসংহার শেষ করতে
ওই উপাদান থাকতেই হয়।
কয়েক ছিটে কনা এসে
শান্ত করে ঘুম নামাবেই।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top