ধ্বংস হতে বাকি তখন আর কিছু ক্ষণ।
আমি আমার মন ক্যামেরায় দেখব তোমায়-
আর দেখব স্বপ্নে দেখা কাব্যগুলো,
হঠাৎ যেন সত্যি হয়ে আমায় ছুঁলো।
তুমি তখন আমার হয়ে আনন্দে তাই
মেতে ওঠো ঝর্ণা হয়ে আমার মতোই।
আমার সব গল্পকথা তোমারই থাক,
ডায়েরীর সব জীর্ণ পাতা নিপাতে যাক।
ধ্বংস হতে বাকি এখন কয়েক সেকেন্ড।
ঘুম আসুক তোমার চোখে আঁচল ছায়ায়।
আমার চোখের শিশির যদি ধ্বংস দেখে,
মিলিয়ে যাক সবটুকু আজ অলীক মায়ায়।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top