দস্যি মেয়েটা ভালোবেসেছে

প্রথমবার তার হাসির শব্দ শুনে
ওই দস্যি মেয়েটা ভালোবেসেছে।

তার ডায়েরীতে লেখা অক্ষর গুলো পড়ে
ওই দস্যি মেয়েটা ভালোবেসেছে।

তাকে না দাঁড়াতে বলেই, ছেড়ে দিয়ে
ওই দস্যি মেয়েটা ভালোবেসেছে।

মুচকি হেসে, গুটিগুটি পায়ে সরে গিয়ে
ওই দস্যি মেয়েটা ভালোবেসেছে।

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top