তদন্ত

দিনের শেষে লুকিয়ে থাকা যে
খরোস্রোতা ফাটল ধরায় মনপাহাড়ে,
রাতের নীহারিকা গল্প জানে তার।
কুয়াশা মোড়া এ আরাম ঘরে
নিশিথের নবীন পূণ্য প্রহরে
কাহিনীর মোড়‌ সব প্রাচীন কবেকার।

শামিয়ানায় তারার ছিটের রং ধরেছে,
দেয়াল তবু চেনে পুরোনো পলেস্তারা।
রূপকথা তো স্বভাবতই পুরাতন,
প্রানের সুখে রোজ শুধু নতুন কাব্য করা।

শুনছি নাকি দুনিয়াদারির জরুরি তলব এবার,
ভিড়ের তল্লাশি এড়ানোরও নাকি জো নেই আর?

আমাদের খোঁজে দুনিয়াখানা নদীই খুঁজল খালি,
আমরা তো চিনি চাঁদের বুকের অগুনতি চোরাবালি।

-ইতি
তদন্ত সার্কাসান্তে...
আমি, তুমি আর শশাঙ্কের দেশ।

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top