ঘুম আসুক
ঘুম আসুক...
অচেনা চুপকথারও গহীন থেকে
দূরদেশী কোনো পালোকে ভেসে,
সোনার কাঠি-রুপোর কাঠির সওদা করেও
ঘুম আসুক।
রাতের হাওয়ার আদর থাকুক,
বৃষ্টি শেষের গন্ধ থাকুক,
আলতো চোখে স্বপ্ন থাকুক,
রূপকথারও গল্প থাকুক।
ঘুম আসুক...
না-দেখা ব্যাথার মলম হয়ে
মন পাখিটার আরাম নিয়ে,
কোনো উহ্য প্রাচীন ইতিহাসের পাতা থেকেও
ঘুম আসুক।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top