খেরোর খাতা

পাতাঝরা মরশুমের শহুরে সকালে
পিছুটানের মায়া ছিঁড়ে
এগিয়ে যাওয়া, সেই রাস্তার ফুটপাত ধরে,
যার পাঁচ মাথার মোড়ে
এখনও ঠিকানা আমার, খাতায়-কলমে।

পোকা ধরেছে আমার প্রিয় খেরোর খাতায়।
ভালোবাসতেই পারি শুধু,
বাঁচাতে পারিনা বোধহয়।
ক্ষতবিক্ষত হই না আর তাই,
বরং বেঁচে নিতে শিখি নিজেই।
এই বেঁচে থাকায় আর হিসেব-নিকেশ নেই।

এই বেঁচে থাকা আদতেই নিজের মতো।

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top