কয়েক পলক
গল্প শেষে ফিরবো ঠিকই
মরচে পড়া মনপাহাড়ে...
যতোই বলুক "হয়ে গেছে শেষ",
উপসংহার কিংবা ইতি...
চোখের নিচের আবছা কালি
শুনবে নাকি?
গল্প তো ওই চোখেই শুরু
চোখেই এসে শেষ...
চোখের কোণে আকাশ ভাঙে,
চোখের মাঝেই জোৎস্না মাখা রেশ।
চোখেই কথা ভিন মুলুকের,
চোখেই কাবার আলোকবর্ষ,
মহাকাশের কেবলই হাপিত্যেশ।
গল্প শেষে দাঁড়িয়ে থাকিস কয়েক পলক...
ফিরবো ঠিকই ।।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top