ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো, কোনো একদিন সময় করে
চেয়ে নেব পছন্দের সব কটা উপহার...
চেয়ে নেব তাদের কাছে যারা সবাই প্রিয়।
বসন্তের কাছে চেরি ব্লসমের পাপড়ি,
রাতের কাছে খসে যাওয়া তারা,
নদীর কাছে প্রান জুড়ানো খোলা হাওয়া,
মনের কাছে অন্যমনষ্কতা,
গড়ের মাঠের কাছে গোলাপি হাওয়াই মিঠাই,
বর্ষার কাছে ভিজে মাটির সোঁদা গন্ধ,
আর আমার খুব চেনা শিমুল গাছটার কাছে
স্নিগ্ধ আদুরে আলিঙ্গন...
এমন আরও অনেকের কাছে অনেক কিছু।

সেই কোনো একটা দিনেরও
আর আসার সময় হচ্ছিল না,
আমারও আর চাওয়ার অবকাশ হচ্ছিল না।
না চাইতে চাইতে সব চাওয়াগুলো
যে কখন বেশ কষে জট পাকিয়ে গিয়েছিল
তা বোঝার অবকাশও তখন হয়নি।
অবশেষে যেদিন আমার সময় হল,
উপহারগুলো চাইতে গিয়ে
হাজার কসরত করেও,
কিছুই চেয়ে ওঠা হল না।
না বলা ইচ্ছের ওই পেঁচালো জটটা
যে ততক্ষনে কন্ঠনালী চেপে ধরেছে!

আমার তো আর চাওয়া হল না,
তুই চেয়ে নিস নিয়ম ভেঙে,
যে কারোর কাছে, যাই চাই, যখন খুশি...
বেঁধে রাখিস না ইচ্ছেপাখি।
সাবধান!
জমাট বাঁধা ইচ্ছেরা সর্বনাশী।

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top