ভূমিকা
দূর নীলিমার এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর বুকে আঁধারে ঘেরা একটা দ্বিপ। দ্বিপের চারপাশে পানিতে চকচক করছে আকাশের লক্ষ কোটি তারা। সমুদ্রের পানিতে নিজেদের রূপ দেখে আশ্চর্যান্বিত হচ্ছে তারাগুলো। দ্বিপটিকে কেমন যেন নিঃসঙ্গ মনে হয়। এক অতি মানবিক অনুভূতি হৃদয়ের কোথাও নাড়া দেয় দ্বিপটিকে দেখে।
তারাদের বিস্তৃতি চারিদিক থেকে নেমে এসে আলোর চাদর দিয়ে ঢেকে ফেলে নির্জন দ্বিপটিকে, অনেকটা অর্ধবৃত্তের মত। দ্বিপের ভিতরে বুনো পাখিদের ডাকে শিরশির করে উঠে গা। বাতাসের ঝাপটায় গাছে গাছে শব্দের সৃষ্টি হয়, আর সমুদ্রের তরঙ্গ হতে আসে সুর। এভাবে চলে এক অতিপ্রাকৃত সুর তরঙ্গের খেলা।
রক্তমাখা সূর্যটা ভোরের আলো ফুটলেই সমুদ্রের গভীর থেকে ভেসে উঠে দুষ্ট বালকদের মত ফিক করে হেসে উঠে। আর নির্জন দ্বিপটা চোখ কচলাতে কচলাতে উঠে প্রথমেই একটা লম্বা হাই তোলে। শুরু হয় পাখিদের কলরব আর সমুদ্রের তরঙ্গগুলো আছড়ে পড়ে দ্বিপের বালুকাময় চরে।
সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, এরপর যখন সন্ধ্যা নামে সূর্যটা তার সর্বাঙ্গ নিয়ে অন্তর্নিহিত হয় আদিগন্ত বিস্তৃত সমুদ্রের অতল-গহ্বরে। এরপর আবির্ভাব হয়, অনন্ত যৌবনা চন্দ্রটার। তার রূপের জৌলুশে দগ্ধ হয় অন্ধকারের দেবতা। পরিস্ফুটিত ফুলগুলো নিজেদের রূপকে একটু আড়াল করে বাতাসে ছড়ায় সুগন্ধ। হিমশীতল দখিনা বাতাসে কাঁটা দিয়ে উঠে গা। অহংকারী নারীর মত নিজের রূপে সবাইকে মোহিত করে চাঁদটা কিন্তু কাউকে ছুঁতে দেয়না কখনো। কিন্তু তার জ্যোতি অবলীলায় ছুঁয়ে যায় সমগ্র দ্বিপকে। আর সেই আলোর খেলা দেখতে সমুদ্রের মাছগুলো পর্যন্ত উঠে আসে তীরে।
এ দ্বিপে পৌঁছানোর একমাত্র দরজা আবীর নিজে, আর আঁখিও।
এই অচেনা অপরূপ দ্বিপের স্রষ্টা কে ওরা কেউ জানেনা। সময় এবং অবস্থানের অনিশ্চয়তার বিভ্রান্তি ওদের জীবনে কখনও সুন্দর আবার কখনও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়। ভয়ঙ্কর দুঃস্বপ্ন, বাস্তব কিংবা অবাস্তব অথবা পরাবাস্তব জগতের শক্তি ওদেরকে পৈশাচিক খেলায় জড়িয়ে ফেলে। ওরা খেলোয়াড় নয়, হয়ত খেলার গুটি। যে খেলা চলছে ৩৩,৩৩২ বছর ধরে। এবং আরও একটি বছর...
সময়ের বিবর্তন কিংবা আবর্তন অথবা পরিভ্রমণ হয়ত এর ব্যাখ্যার অতীত, তবু ওদের লড়তে হবেই... বেঁচে থাকার প্রতীক্ষায়, স্বপ্ন পূরণের অভীক্ষায় নাকি ভালবাসার হাতছানিতে?
কি জানি বুঝিনা ওদের, বুঝিনা অনেক কিছুই। কোনদিন নিশ্চয়ই বুঝব...অপেক্ষা করছি।
________^________^______^_________^
________^________^______^_________^
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top