১. ওমেগার প্রভু 'ইপসিলন'

শোঁ শোঁ শব্দ করতে করতে ঝড়ের মত ছুটে আসা এক ঝাঁক জোনাকের দল যেন চারিদিক থেকে ছুটে এসে একে অপরকে ঘিরে এক প্রলয়ংকর ঘূর্ণিঝড় সৃষ্টি করে চলেছে। উত্তাপ আর আগুনের এক ভয়ংকর মোহনা সৃষ্টি হয়েছে কোথাও কোথাও সেই ঘূর্ণিঝড়কে ঘিরে।

সাগরের ঢেউয়ের মত অদৃশ্য কোনো এক  দেওয়ালের কোথায় জানি আছড়ে  পড়ে একে অপরের মাঝে ফুঁড়ে বেরিয়ে পড়ছে সে লাভার সমূদ্র।

এ ঘূর্ণিঝড় বাতাসের নয়, বিদ্যুতের ঝলকানির মত উত্তপ্ত প্লাজমার রাশি স্ফুলিঙ্গ সৃষ্টি করতে করতে চাবুকের মত চারিদিকে সপাত সপাত করে বাড়ি দিচ্ছে। কিন্তু সে স্ফুলিঙ্গকে ঘিরে কালচে নীল রঙের দ্যুতিময় এক অশুভ রিং তৈরি হয়েছে। রিং- এর ভিতরের আটকে থাকা সেই জোনাকের ঝাঁকের মত উত্তপ্ত প্লাজমা আর গামা রে-এর ভিতর থেকে গোঙানীর মত আর্তনাদ শোনা যাচ্ছে।

"প্রভূ! প্রভূ আমায় ক্ষমা করুন প্রভু!  প্রভূ আমায় মুক্তি দিন। আমায় ক্ষমা করে দিন।"

ওপাশ থেকে কোনো উত্তর নেই। কেবল নীল রঙের রিংটা যেন আরেকটু ঘন হয়ে চারিদিক থেকে পেঁচিয়ে এসে আরো একটু কালচে রঙ ধারণ করলো।

সাথে সাথে ভিতরের উত্তপ্ত প্লাজমার ভিতর থেকে ভেসে আসা শরীর হিম করা এক আর্তনাদে যেন আসমান জমিন কেঁপে উঠতে লাগলো, কি কুৎসিত অশুভ শরীরের মত সেই জোনাকের ঝাঁকের মত কোনো সত্ত্বার মাঝ থেকে যেন আগ্নেয়গিরির লাভার মত কিছু একটি থলথলে জিনিস ছিটকে বেরিয়ে আসতে লাগলো।

কি ভয়ংকর সেই জান্তব আর্তনাদধ্বনি যা পিশাচের আত্মাকেও বধ করে ফেলে প্রতিধ্বনিত হয়ে মহাবশ্বের অন্ধকারে ছড়িয়ে যেতে থাকে।

"তুমি ব্যার্থ হয়েছ ওমেগা! তুমি আবারো ব্যার্থ হয়েছ! তোমাকে আবারো যন্ত্রণাদায়ক শাস্তি পেতে হবে!"

সেই প্লাজমাময় বিদ্যুৎ আর লাভার ভিতর থেকে ওমেগার চিৎকার একটু একটু করে মিলিয়ে যেতে থাকে। সেই ভয়ংকর আর্তনাদ থেকে প্রকৃতি যেন নিজের কান বন্ধ করে নিয়েছে, তবু সে আর্তনাদের ধ্বনি থেকে কিছুতেই যেন মুক্তি নেই।

সেই নীল বলয়ের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে ওমেগা আর্তনাদ করতেই থাকে। ওমেগার সেই যন্ত্রণাময় চোখের দিকে তাকাবার মত ক্ষমতা বিশ্ব জগতের আর কোনো প্রাণির মাঝে দেয়া হয় নি।

ওমেগা আরো জোড়ে চিৎকার করছে, কিন্তু খুব ক্ষীণই শোনা যায় সে শব্দ। উত্তালময় লাভা আর প্লাজমার ঝড় যেন এক নারকীয় যন্ত্রণায় চারিদিকে আঘাত করতে থাকে, কিন্তু সেই নীল বলয়ের মাঝে যেন কোনো প্রতিক্রিয়াই হয় না।

কি অস্বাভাবিক রকমের শান্ত সে বলয়ের মাঝে নেই কোনো চঞ্চলতা। আহা,  এক নরকের চারপাশের আবরণ যেন কি নিস্তব্ধ , স্থির, এতো স্বাভাবিক, কিন্তু ব্যাপক, বিস্তীর্ণ,  সুবিস্তৃত হয়ে নীল রিং এর চারপাশের কালচে আভার দিকে খেয়াল করলে যেন বোঝা যায় সে এতোটাই বিস্তীর্ণ  রিং যা পুরো মহাজগতের পুরোটাই দখল করে ছড়িয়ে আছে।

যেন একটি মহাজগতের সম্পূর্ণটা দখল করা ডার্ক এনার্জির মত পুরো জগতটাই অধিকার করে আছে এক অদৃশ্য প্রাণি। সেই প্রাণির নীল চোখের মাঝে আটকে পড়া ক্ষুদ্র ওমেগা!

ওমেগা হতবাক হয়ে তাকিয়ে থাকে সেই বলয়ের দিকে, সেই যন্ত্রণায় উন্মত্ত আভা একটু একটু করে চোখের আড়াল হয়ে যাচ্ছে, সেই আর্তনাদ প্রায় শোনাই যায় না, তবু যেটুকু শোনা যায় তার খুব সামান্যই বোঝা ঝায় এখন,

"প্রভু! প্রভূ 'ইপসিলন' আমায় ক্ষমা করুন প্রভূ...... প্রভু   'ইপসিলন'....  প্রভু আমায়.....

সেই নীল রঙের বলয়ের মাঝে যেন দপ করে নিভে গেল ওমেগা! প্রভু ইপসিলনের চোখের পাতা ফেলার সাথে সাথে হারিয়ে গেলো কোথায় যেন সেই মহা শক্তিধর ওমেগা!

......
to be continued
......
will be back in to 3 days... c:

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top