ওমেগার প্রত্যাবর্তন

শুরু  হয়ে গেলো, 'আবীরের ডায়েরী তেপান্তরের বালুকায়' -এর দ্বিতীয় বই, 'অমেগার প্রত্যাবর্তন' :D

পূর্বের বইয়ে ওমেগার ক্ষমতা সম্বন্ধে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার পরিচয় কেউ জানেনা।

পূর্বে গল্পটি ৩৩,৩৩৩ বছর পরের গল্প। এই বইয়ে ডুব দিয়ে আমরা জানবো - 'প্রথম গল্পটি কি ছিল'

ইলেকট্রনের মত আবীরের একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় হাজার হাজার স্বত্বা কিভাবে সৃষ্টি হয়েছিল? কিভাবে প্যারালাল জগতের সাথে তার অবস্থান পরিবর্তন হয়ে যেতো!

কিভাবে ওমেগা সময়কে নিয়ন্ত্রণকারী এক চলমান ওয়ার্মহোলে বদলে গিয়েছিল!

কেন সে এক নির্দিষ্ট সময়ে সৃষ্টি হয়েও তার সৃষ্টি সময়ের পূর্বেও অবস্থান করতে পারতো। কিভাবে সে সবসময় ছিল, আছে এবং থাকবে এবং তার কোনো ধ্বংস নেই!!!

অদৃশ্য হয়ে যাওয়া দ্বীপের ছোট্ট কুঠরিতে ক্ষতবিক্ষত আবীরের পাশে বসে কেউ একজন কাঁদতো, সামান্য আলোতে তাকে আর দেখা যেতো না। কে সে, এখনো তো তা হয়নি বলা।

অদৃশ্য হয়ে যাওয়া দ্বীপ কিভাবে একইসাথে দৃশ্যমান আবার একই সাথে অদৃশ্য?

ডঃ কার্ণেলের এক্সপেরিমেন্ট কি ছিল যা থেকে সময় আর স্থানের মাঝে সেই প্রলয়ংকারী পরিবর্তন এসেছিলো! ডঃ কার্নেলের পোষা কুকুর লুসি কিভাবে বেঁচে রইলো সব ধ্বংস হওয়ার পরেও, বেঁচে রইলো ৩ মাত্রার জগত থেকে ছড়িয়ে বিভিন্ন ডাইমেনশনে!

নিজেকে ঈশ্বরের কাছাকাছি মনে করা মৃত্যুপিপাসী পিশাচ ওমেগাকে হত্যার সুযোগ পেয়েও কেনো আবীর তাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল?

এবং সেই সাথে জানবো ওমেগার প্রভু ইপসিলন কে!

সুপ্রিয় পাঠক,
আমাকে ভুল বুঝবেননা। :D

আমি মোটেও আপনাদের আকৃষ্ট করার জন্য এসব লিখিনি। লিখেছি এই জন্য যে, এই বইটি খোলা মাত্রই যেন নিজেকে মনে করিয়ে দিতে পারি, "এই সকল প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে যেতে হবে মামা। তুমি না দিলে দিয়ে যাবে তোর নানা! 😂😂

ধন্যবাদ সবাইকে...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top