◇চার◇
ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত একটা।কাকপক্ষী কেউই জেগে নেই।আকাশমণি নিশাকরও লুকিয়ে গেছে ঘন মেঘের আড়ালে।অন্ধকারের গ্রাসে সারা পৃথিবী নিশ্চুপ হয়ে আছে।
ওসি সাহেব নিশ্চিন্তেই ঘুমোচ্ছিলেন।হুট করেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ফ্যানও বন্ধ।জুন মাসের এই তীব্র গরমে কি আর ঘুমানো যায়?
ওসি জামাল উদ্দীনেরও ঘুম ভেঙে যায় ।ঘামে ভিজে গেছে পরনের ফতুয়া।উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল।
"এই দারোয়ান ব্যাটা কোন কাজেরই না! কারেন্ট গেছে কই জেনারেটর ছাড়বে না! ব্যাটা নিশ্চই অঘোরে ঘুমাচ্ছে !" বিড়বিড় করে বললো।
পাশে তার স্ত্রী ঘুমাচ্ছিল।তাকে পাশ কাটিয়ে বিছানা থেকে নেমে আসলেন।
টাইলসের শীতল ফ্লোরে পা রাখতেই অদ্ভুত এক শিহরণ ঘাড় বেয়ে নেমে গেল । আবার ধপ্ করে বসে গেলেন ।
ঘরে বিশ্রী এক গন্ধ করছে।মনে হচ্ছে কোন ইঁদুর মরে পড়ে আছে।
হঠাৎ ওসি শুনতে পেলেন কোন নারী কণ্ঠ তার নাম ধরে ডাকলো
"জামাল।"
ওসি তার স্ত্রীর দিকে তাকালেন। নাঃ! সে তো ডাকছে না। মনের ভুল ভেবে ওসি উঠে দাঁড়ালেন ।তখন আবার সেই একই কণ্ঠ শুনলেন-
"জা-মা-ল!"
এবার আরো দীর্ঘ স্বরে।
তিনি এদিক ওদিক তাকালেন । কিছু না দেখতে পেয়ে বাথরুমের দিকে এগোচ্ছিলেন।যেই না বাথরুমে ঢুকতে যাবেন তখনই-
"এঁই জাঁমাইল্যা !!"
আর এক হলকা গরম হাওয়া তার পাশ দিয়ে ছুটে গেল!
ওসি চমকে মাটিতে বসে পড়ে। কি ছিল ঐটা?
তার কিছুটা ভয় করতে থাকে। তখন তিনি কিছু শুনতে পেলেন ।ঠিক কি তা বোঝা যাচ্ছে না।
চুপ করে শোনার চেষ্টা করেন, মনে হলো বাচ্চার হাসির শব্দ শুনতে পেলেন ।
এবার তার রাগ হলো।এই রাত বিরাতে তার সাথে মশকরা করা হচ্ছে!
উঠে দাঁড়ালেন ।হাতে মোবাইলের টর্চ ধরে হাসির শব্দের দিকে এগিয়ে চললেন। শব্দটা ঠিক ড্রইংরুম থেকে আসছে মনে হলো ।
পা বাড়িয়ে বেডরুমের দরজা খুলে ড্রইংরুমের দিকে চললেন।কিন্তু সেখানে গিয়ে দেখেন যে কেউ নেই। একেবারে ফাঁকা ।অন্ধকারে ভৌতিক পরিবেশের মতো লাগছে।
ওসি ভাবলেন অন্য রুমে যাবেন। তখন-
*ঠক্ ঠক্
কোথা থেকে যেন টোকা দেওয়ার শব্দ হচ্ছে ।
"কে? সামনে আয় বলছি!"
কোন উত্তর নেই। আবার-
*ঠক্ ঠক্
এবার ওসি এসে টিভির সামনে এসে দাঁড়ালেন ।বোঝার চেষ্টা করলেন শব্দটা আসছে কোথা থেকে।
*ঠক্ ঠক্
মনে হলো শব্দটা টিভির ভেতর থেকে আসছে ।
"টিভির ভেতর কে!?"
প্রশ্নটা করে নিজেই বোকা বনে গেলেন ।টিভির ভেতর কেউ থাকবে তা অসম্ভব ব্যাপার!
ওসি এবার সত্যি সত্যিই ভয় পেলেন।
বাচ্চার খিলখিলে হাসির শব্দ শোনা যাচ্ছে ।মধুর নয় ভৌতিক। শুনলে গায়ে কাটা দিয়ে উঠে ।আর শব্দটা টিভির ভেতর থেকেই আসছে....!
ওসি দেখতে পেলেন এক জোড়া কালো হাত তার দিকে এগিয়ে আসছে।চিৎকার করে লাভ নেই কারণ তার গলা দিয়ে কিছু বের হচ্ছে না.......
_________
পরদিন সকালে ওসির লাশ পাওয়া যায় ।
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top