পর্ব ৩
পরদিন সকালে
মালিহা রোজকার মতন আজও সমূদ্রের পার্শ্ববর্তী এলাকায় ছবি তুলতে তুলতে ক্লান্ত।
কিন্তু কি আর করা
হু!!!!!
আর ভালা লাগে না
এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টায়
মালিহা রিসোর্টে যাচ্ছে
হঠাৎ করেই
পেছন থেকে একটা পুরুষ কন্ঠ বলেছেন,,
- মালিহা,ও মালিহা
মালিহার মুখটা দেখার মতো ছিল
সে তো ভয়ই শেষ
আবার
মালিহা, শুনতে পাচ্ছেন ,এইজে শুনুন।।
এইডা আবার কেডা???ভূত নাকি।। আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বাঁচাউউউউউউ
নিস্তব্ধ
হাপানোর শব্দ
মালিহা পিছনে ফিরে তাকাতেই দেখতে পায়য়য়য়য়
ওওও আপনি মি:জাঙ্কুক। আপনি আমায় ভয়াবহ ভয় পাইয়ে দিয়েছেন
ওহ তাই নাকি আমি আপনাকে এত ভয় দিয়েছিলাম
এভাবে চলতে চলতে ২ দিন কেটে যায়
সেদিন বিকেলে
মালিহা কাজ করার পর রিসোর্টে যাচ্ছে।
হঠাৎ জাঙ্কুকের সাথে দেখা হলো
মালিহা,ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার মনে আপনার জন্য অনেক কথা আছে
না না না আমি মাইন্ড করবো কেন
আপনি বলুন না কি বলতে চান আপনি
বাংলায় না ইংরেজিতে কথা বলব
হা হা হা হা হা হি হি হি আমাকে কি অশিক্ষিত মনে হয় । বলুন আপনার সুবিধা মত বলুন
(মালিহার হাত চেপে ধরে)মালিহা গাড়ির ভেতরে প্রবেশ করার পর থেকে আমি তোমার জন্য মরিয়া। (হাঁটু গেড়ে বসে)মালিহা আই লাভ ইউ😍😍😍।ডু ইউ লাভ মি😍😍।আই নো , আমাদের সবে পরিচয় হয়েছে,তাও প্রেম কি দেখে শুনে আসে
(মনে মনে) মালিহা ভাগ্য এতো বড় সুযোগ দিসে, নিজের জীবন নতুন করে বাঁচার সুযোগ দিসে লইয়া লও।নইলে মিস হইয়া যাইবো। মালিহা হয় কইয়া দিমু।
(তুরি মেরে)মালিহা কি হলো ফ্ল্যাশব্যাকে চলে গেলে নাকি।
দেখ তুমি আমার অতীত সম্পর্কে কিছুই জানো না।
মানে তুমি বলতে চাচ্ছো তুমি আমায় ভালবাসো না/পছন্দ করোনা।
না জাঙ্কুক আমি তা বলছি না।আই লাভ ইউ সো মাচ😏😏😏। কিন্তুউউউউ
আজকে ডিনারে দেখা হচ্ছে।
বলতেই জাঙ্কুক কিস্ড মালিহা
রাতে ডিনারে
মালিহা সব কিছুই বলে দিল জাঙ্কুকে
(হাঁটু গেড়ে বসে)মালিহা হুইল ইউ ম্যারি মি😋😋😋
ইয়েস মাই লাভ ☺️☺️☺️☺️
এরপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করে 😘😘😘🤭🤭🤭
মালিহা আমিও দেখতে চাই সেই হোটেলে গিয়ে কী হবে
না না না তোমাকে সেখানে গিয়ে দেখা লাগছে না যে সেখানে কি আছে। ওটা ছিল ভীষণ বড় মৃত্যুর ফাঁদ
আমাদের দেখতে হবে তুমি চলে এসো
ওরা দুজন পর দিন বিকেলে সেই নরওয়ের হোটেলে গিয়ে দেখে
কেটি(কিম তেইহাং), এলিজাবেথ,জেইহোপ ও রিসেল ওদের স্বাগতম জানাচ্ছে
জাঙ্কুক কেটি তো মারা গেছেন।
এর মানে উনিও ভ্যমপায়ার🧛🏻♂️🧛🏻♂️🧛🏻♂️
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top