পর্ব১

তিন জন অপরাধী(মেয়ে) খুব জোরে দৌড়াচ্ছে।

জলদি জলদি ভাগ।(ফিজা)

আরে কোন দিন পুলিশ আমাগো ধইরা রাখছে। এবারো পারব না।(তাহা)

আরে যদি হেইবার যদি মহিলা ফেলায়। অহন চুপ করিয়া দৌড়া(মালিহা)

মালিহা,ফিজা,তাহা অনেক বছর ধরে কালো টাকার ধান্দা করে।
এদের মধ্যে মাথা হচ্ছে মালিহা।

এদের বিশেষত্ব হচ্ছে এরা সবাই এতো জনপ্রিয় চোর হলেও কখনো জেলে যায়নি।কারন ,

প্রথম , এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই

দ্বিতীয়, এরা মেয়ে হলে কি হবে এরা এতো জোরে দৌড়ায় যে এদের ধরাই যায়না ,যার থেকে বোঝা যায় নারী শক্তি কি জিনিস 😋😏😏

কিন্তু ভাগ্য বসত ,ফিজা ও ত্বাহা ধরা পড়ে যায় 😢😢😢

মালিহা কোন মতে বেঁচে যায়😯😯

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top