Translation Games: বাংলা (Bengali)

সমাবেশ

By FoolsErrand

অনুবাদক (translator) - Shreya_VA


একটি প্রত্যাশিত নিস্তব্ধতা ছেয়ে গেলো সেখানে একত্রিত দেবতাদের উপর! একটি দীপ্তিময় রূপ বাস্তবায়িত হল সবার সামনে।

'আপনাদের মধ্যে সম্ভবত কেউ কিছু বলতে চায়' সেই ফর্মটি মমতাময়ী হয়ে জিজ্ঞাসা করলো।

দেবতারা বুট পড়েন না, কিন্তু যদি তারা পড়তেন, তারা সবাই সেদিকেই তাকিয়ে থাকতেন, মাথা নত করে।

বিশ্রী নীরবতা ভেঙ্গে সেই দীপ্তিময় রূপ বিরক্তিভরে ঝাঁঝাঁলো স্বরে বললো 'চলো শুরু করি'।

সেই মায়াময় দীপ্তি মহাবিশ্বের মধ্যে প্রসারিত হতে শুরু করলো! সূর্য নামে পরিচিত একটি নক্ষত্রের চারপাশে একটি ধোঁয়ালো টেন্ড্রিল জড়িয়ে দিলো। নাটকীয় প্রভাবের জন্য একটু থেমে তারপরে আবার দপ্ করে জ্বলে উঠে, নিভে গেলো।

দেবতারা সকলে স্বস্তির নিশ্বাস ফেললেন।

সেই দীপ্তিময় রূপটি হালকা হেসে ফিসফিস করে বলল, 'অবশেষে একটু শান্তি'।

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top