আমি যাদুকর
তিন্নি বিস্মিত হয়ে থাকে তার দিকে। দুচোখ বিশ্বাস হতে চায় না। এতগুলো বছর পর ওর যাদুকরকে এখানে দেখছে? তার মানে এই যে তার এই জীবনটা যার জন্য অন্য মোড়ে মোড় নিল, সে সত্যিই বেঁচে আছে? অথচ এত দিন মনে হতো, কোনো জ্বীনের খপ্পরে পড়েছিল সে এক কালে। একবার তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, যাদুকর আবার যাদুবলে মিলে যাবে না তো? ভালোবাসার তীব্র তৃষ্ণায় তিন্নি এগিয়ে যায় তার দিকে। অথচ সে এমন ভাবে তিন্নিকে দেখলো, যেন জীবনে এই প্রথম তাদের দেখা হয়েছে। লোকটি কি তাকে চিনতে পারছে না? স্মৃতিভ্রম হয়েছে?নাকি সে চিনতে চাইছে না?অপমান অভিমানে তিন্নি এইটুকু হয়ে এলো। চার বছর ধরে বুকের ভেতর জমিয়ে রাখা ভালোবাসা টুকু কি তবে কোনোদিন পরিণতি পাবে না? যাদুকর, তুমি আর তোমার যাদুর ছোঁয়ায় আমাকে মোহাবিষ্ট করবে না?…