বইয়ের ছবি এবং অর্ডার তথ্য
বইটা আজকে বের হল।
দুপুর ১২টায় হাতে পেলাম। করোনার ভয়ে খুলতে কিছুটা দেরি করলাম। বিকালের মেঘলা আলোয় কিছু ছবি তুললাম।
নিজের নাম ছাপা অক্ষরে দেখার যে শান্তি, তার সাথে আর কিছুর তুলনা চলে না। আপনারা যারা লিখছেন এবং কোন একদিন নিজের লেখা প্রকাশনী থেকে ছাপাতে চাচ্ছেন, কোনদিন লেখালেখি বন্ধ করবেন না। আমি ১১ বছর ধরে লিখছি, মাঝে অনেকবার ভেবেছি ছেড়ে দিব কারণ কোথাও-ই লেখা পাঠানোর মত অবস্থা হচ্ছিল না। অ্যামাজন তখন বাংলা বই নেয়না, ইংরেজি লেখা ততটা শক্তপোক্ত ছিল না। এমনকি এখানেও আশানুরূপ সাড়া পাচ্ছিলাম না। কিন্তু কি মনে করে যেন বারবার লেখায় ফেরত এসেছি। আজকে মনে হচ্ছে, সেই ফিরে আসা গুলো সার্থক ছিল।
বইটা সতীর্থ প্রকাশনা (FB: Satirtho Prokashona) এর ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন। এছাড়া অনলাইনে 'বিবিধ' নামক পেজেও অন্যান্য বইয়ের সাথে পাওয়া যাচ্ছে। পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, যদিও জানিনা আপনারা ক্লিক করতে পারবেন কিনা।
সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
- মেহনাজ
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top